বিশ্বাস ভাঙ্গা
 - রুমি রহমান

বিশ্বাস ভাঙ্গার কষ্টটা,
রহিম সাহেব জানে।
একপলক তাকিয়ে মন,
খোলা আকাশে নিচে।
চাদোরে মোরানো শরিল,
ভিতরে শত ক্ষতে।
উদ্দেশ্যহীন এক জীবন,
যাত্রা পথে ক্লান্ত।
রাত জাগা স্বপ্ন গুলো,
গলির পথে উড়ে।
নিশিতে মিলন ঘটে,
আলোহীন পথে।
কতটা অশান্ত হলে,
অমিমাংসিত তুমি।
সুখ দুখে আড়ালের,
দিধাগস্ত সিন্ধান্ত।
অবাক তাকিয়ে বলে,
রহিম সাহেব।
যে ফুলে দাড়িয়ে তুমি,
সুবাশ ছড়ালে।
মন পরিবতন করেছো কত,
অপেক্ষা আগের মত।
জীবন থেমে থাকে না,
মলিনি তবু চলে।
ক্ষনে ক্ষনে উড়ো তুমি,
পর্দার আড়ালে।
কত ভালো তুমি লুকিয়ে,
কত জনের আহাকার।
বিশ্বাস তুমি করে চাষ,
চলছো অবিরাম।
বুক পকেটে ব্যথা কত,
রহিম সাহেব জানে।