রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন লিচুবাগান এলাকার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি নারায়ণ চন্দ্র দে। প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। উদ্বোধক ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব রানা।
বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক মো. ইদ্রিচ আজগর, উত্তরজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবু তাহের, আবুল কালাম আজাদ, শেখর বিশ্বাস, ইলিয়াস কাঞ্চন চৌধুরী, আবু মনসুর, মো. হারুন সওদাগর, জালাল উদ্দিন, কৃষক লীগ নেতা আরিফ মোহাম্মদ মঞ্জু, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবুল হক মেম্বার, মাহবুবুল আলম মেম্বার প্রমুখ। সঞ্চালনা করেন কৃষক লীগ নেতা নূর মোহাম্মদ, আরিফ মোহাম্মদ মঞ্জু ও নজরুল ইসলাম।