"কৃষিই_সমৃদ্ধি" এই স্লোগানে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২৯-৩১ জুলাই পর্যন্ত তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে ফিতাকেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস।উপসহকারী কৃষি কর্মকর্তা নয়ন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুকুমার তালুকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার, সাধারণ সম্পাদক আইয়ুব রানা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসির প্রমুখ। আলোচনা সভা শেষে অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
৭৯ দিন ৭ ঘন্টা ১২ মিনিট আগে
১৯৫ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে
২২৭ দিন ১৪ ঘন্টা ৭ মিনিট আগে
২২৮ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২৬৫ দিন ৬ ঘন্টা ০ মিনিট আগে
২৬৫ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৮১ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
২৮৬ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে