কাপ্তাই সড়কের তাপবিদ্যুৎ গেইট এলাকায় আবারও একটি বিশালাকৃতির গাছ উপড়ে পড়েছে। গাছটি সড়কে চলাচলরত একটি সিএনজি অটোরিকশার উপর ভেঙে পড়ে চালক আহত হয়েছেন। গাড়িটিও দুমড়েমুচড়ে গেল। শনিবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এতে সড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। ফলে সড়কজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। গাছটি অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার জাহেদুল ইসলাম জানান, সকাল সোয়া ৯টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টারও অধিক সময়ের চেষ্টায় অপসারণ করি। সড়কের উত্তর পাশ থেকে বিশালাকৃতির রেইনট্রি গাছটি শিকড়সহ উপড়ে পড় বলে তিনি জানান। আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করায় তাৎক্ষণিক তার নাম-ঠিকানা পাওয়া যায়নি। সুত্রে জানা যায়, এভাবে গেল কয়েকবছর ধরে সামান্য বৃষ্টি হলেই সড়কের পাশের ঝুঁকিপূর্ণ গাছগুলো সড়কে উপড়ে পড়ছে। এমনকি সড়কে হেলে পড়া গাছে ধাক্কা খেয়ে বাসের ছাদে থাকা এক যাত্রী মারা যাওয়ার ঘটনাও ঘটেছে কয়েকবছর আগে। রোগীবাহী এম্বুল্যান্সে মরা গাছের ঢাল ভেঙে পড়ে রোগী ও রোগীর স্বজনসহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এভাবে নিয়মিত গাছ উপড়ে পড়ার ঘটনা অব্যাহত থাকলেও প্রতিরোধে এখন পর্যন্ত দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়নি সওজ কতৃপক্ষ। বিষয়টি উদ্বেগজনক বলছেন সচেতন মহল।
৭৯ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে
১৯৫ দিন ৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
২২৭ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে
২২৮ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৬৫ দিন ৬ ঘন্টা ৩ মিনিট আগে
২৬৫ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৮১ দিন ২০ ঘন্টা ৪ মিনিট আগে
২৮৬ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে