চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রসূতি পরবর্তী মা ও শিশুর পরিচর্যা সম্পর্কে সচেতনতা বিষয়ক কর্মসূচী ও চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রসূতি পরবর্তী মা ও তাঁর সন্তানদের কিভাবে যত্ন নেওয়া হচ্ছে সেই বিষয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে জরীপ কর্মসূচীর অংশ হিসেবে এই সেবাকার্যক্রম চালিয়েছেন। মেডিক্যাল কলেজের শিক্ষক ডা. মোহাম্মদ রোকন উদ্দিন এবং ডা. মনোজ চৌধুরীর নেতৃত্বে সরকারি আরএফএসটি (রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং) এর আওতায় তৃতীয় বর্ষের ৮০ জন শিক্ষার্থী এই সেবাকার্যক্রমে অংশ নেন।
শনিবার (১২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বেতাগী ইউনিয়নের আন্দরঘোনা আশ্রয়ন পল্লীর আড়াইশো বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে শিক্ষার্থীরা ৩২টি সচেতনতামূলক প্রশ্নের উপর জরীপ চালান, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এদিন বিশেষ এই সেবাকার্যক্রমে সার্বিক সহায়তা করেন বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম, মেডিক্যালের স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষক সম্পদ দে প্রমুখ।
সেবাদিতে আসা মেডিক্যাল শিক্ষার্থী আব্দুল হান্নান আকিব ও ইলাহা নূর বলেন, "প্রসূতি পরবর্তী মা এবং বাচ্চার পরিচর্যার সম্পর্কে সচেতনতা বিষয়ক জরীপ চালিয়েছি আমরা এবং তাদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছি।"
৭৯ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
১৯৫ দিন ৭ ঘন্টা ২৮ মিনিট আগে
২২৭ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে
২২৮ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে
২৬৫ দিন ৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৬৫ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে
২৮১ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৮৬ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে