জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সোমবার (১৪ আগস্ট) সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।
মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডক্র খাইরুল বশর মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম, রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত উপ শ্রম পরিচালক বীর মুক্তিযোদ্ধা অরুণ কান্তি দাশ, উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী প্রমুখ।
এরআগে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত স্বজনদের রূহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাঙ্গুনিয়ার সাংসদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের নিরোগ দীর্ঘ জীবন কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
৭৯ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
১৯৫ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে
২২৭ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে
২২৮ দিন ২১ ঘন্টা ৪১ মিনিট আগে
২৬৫ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৬৫ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে
২৮১ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৮৬ দিন ১৫ ঘন্টা ১৯ মিনিট আগে