রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হয়েছেন মো. দেলোয়ার হোসেন। উত্তরজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এরাদুল হক নিজামী ভুট্টু ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন রিয়াজের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত ১২ আগস্ট থেকে তাকে এই পদে মনোনীত করা হয়। সোমবার গণমাধ্যমকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাছির উদ্দিন রিয়াজ সম্প্রতি সম্মেলনের মাধ্যমে উত্তরজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর রাঙ্গুনিয়ায় তার এই পদে মো. দেলোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়।
এদিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়া দেলোয়ার হোসেন দলীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি'র পিতার কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। জেয়ারতে অংশ নেন তিনি। এসময় তিনি বলেন, রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম আরও বেশি গতিশীল করতে স্বেচ্ছাসেবক লীগের তৃণমূল নেতৃবৃন্দের সাথে নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি`র সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে এখন থেকেই কাজ করে যাবেন বলে তিনি জানান।
৭৯ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে
১৯৫ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
২২৭ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে
২২৮ দিন ২১ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৬৫ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
২৬৫ দিন ১৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৮১ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
২৮৬ দিন ১৫ ঘন্টা ২৪ মিনিট আগে