চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চট্রগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট) এর দুই শিক্ষার্থী নিহত হয়।
সোমবার(২২ এপ্রিল) বিকাল ৫টা বাজে সেলিনা কাদের চৌধুরী ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুয়েটের পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা ও ২১ ব্যাচের শিক্ষার্থী তৌফিক হোসেন। শান্ত সাহা নরসিংদী সদরের ৪ নম্বর ওয়ার্ডের কাজল সাহার ছেলে ও তৌফিক নোয়াখালীর সুধারামের নিউ কলেজ রোড ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, চুয়েটের ওই দুই শিক্ষার্থী রাংগুনিয়া থেকে চুয়েটের উদ্দেশ্যে জানান উপর দিকে কাপ্তাই বাস সার্ভিস শাহ আমানত বহদ্দারহাট থেকে দ্রুতগামী আসার সময় মোটরসাইকেল কে ওভার টেক করতে গিয়ে সংঘর্ষ হয়।পরে তাদের মুমূর্ষু অবস্থায় চট্রগ্রাম মেডিকেল পাঠানো হয়।
রাংগুনিয়া থানার এসআই আবু সায়েদ জানান শান্ত ও তৌফিক রাংগুনিয়া থেকে চুয়েটের দিকে যাওয়ার সময় দূর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেডিকেল এ নিয়ে।পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়।
৭৭ দিন ১৭ ঘন্টা ১১ মিনিট আগে
১৯৩ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে
২২৬ দিন ৬ মিনিট আগে
২২৭ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৬৩ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৬৪ দিন ২ ঘন্টা ৫২ মিনিট আগে
২৮০ দিন ৬ ঘন্টা ০ মিনিট আগে
২৮৫ দিন ১ ঘন্টা ২১ মিনিট আগে