দ্বাদশ জাতীয় নির্বাচনে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। রূপগঞ্জ থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছে জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। এবারের নির্বাচনে জাতীয় পার্টিকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন উপহার দিতে চান সাইফুল ইসলাম।
মনোনয়ন পাওয়ার পর থেকেই এ উপজেলায় অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়া জাতীয় পার্টির নেতাকর্মীদের উজ্জিবীত করতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন। সাইফুল ইসলাম প্রতিনিয়ত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে নেতাকর্মীদের উজ্জিবীত করছেন, শান্তির জন্য পরিবর্তন,পরিবর্তনের জন্য জাতীয় পার্টি।
জানা গেছে, বহুবছর ধরে এ উপজেলা থেকে জাতীয় পার্টি দলীয় কোন মনোনয়ন দেয়নি। এ কারণে দলীয় নেতাকর্মীরাও কোন কার্যক্রম চালায় নি। এ কারণে রূগপঞ্জে জাতীয় পার্টিকে নিষ্ক্রিয় পার্টি বলা হতো। তবে সাইফুল ইসলাম মনোনয়ন পাওয়ার পর থেকে নেতাকর্মীদের মনে আশার আলো জাগতে শুরু করেছে। নেতাকর্মীরা আবারো দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা গেছে।
জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বলেন, আমি রূপগঞ্জ আসনটি এবারের নির্বাচনে জাতীয় পার্টিকে উপহার দিতে চাই। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আর আমি জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে ডেকে সবার সঙ্গে আলোচনা করছি। যাতে আমরা রূপগঞ্জ আসন জাতীয় পার্টিকে উপহার দিতে পারি।
এসময় তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে রূপগঞ্জ থেকে মাদক নিমূল করে ছাড়বো। এছাড়া মসজিদ মাদ্রাসা ও স্কুল কলেজের বিদ্যুৎ বিল মওকুফ করে দিবো। রূপগঞ্জে স্কুল কলেজ গুলোতে শিক্ষা নিয়ে একটা সিন্ডিকেট তৈরী হয়েছে সেসকল সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া হবে। এছাড়া রূপগঞ্জ উপজেলাতে বেকারতে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিবো।
২৩ দিন ৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৯ দিন ৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৪০ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে
৪৫ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে
৪৭ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৪৮ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৬০ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে