জামালপুরের সরিষাবাড়ীতে ইয়াসিন (৭) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ডিক্রি বন্দ গ্রামে ডিক্রি বন্দ দারুসুন্নাহ আলিম মাদ্রাসার পুকুরে ডুবে এ ঘটনা ঘটে।
শিশু ইয়াসিন ওই গ্রামের ভ্যান চালক জুয়েলের তিন সন্তানের মধ্যে বড় ছেলে।
পরিবার ও এলাকাবাসীর সুত্রে জানা যায়, সে তার দাদার সাথে বুধবার দুপুরে বাড়ির পাশের ডিক্রি বন্দ মাদ্রাসার পুকুরে গরু নিয়ে গোসল করাতে যায়। দাদার অগোচরে হঠাৎ সে পুকুরের পানিতে ডুবে যায়। পরে ইয়াসিনকে দেখতে না পেয়ে দাদা ডাক-চিৎকার শুরু করেন। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তাদের সহযোগীতায় ওই পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় শিশু ইয়াসিনকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, ছেলেটি তার দাদার সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এ কারনে তার মৃত্যু হয়।
২৬ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে
১৬৪ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৬৭ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৭৩ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে
১৭৪ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৭৪ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
১৭৮ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৮৭ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে