মোঃসিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধিঃ-সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার ১৭ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও বীর মুক্তিযোদ্ধা,সামাজিক অঙ্গ সংগঠন ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে সকলেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ ফরিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ মোঃ বদরুল হাসান প্রমুখ।
এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এইঅনুষ্ঠান শেষে শিশু কিশোরদের চিত্রাঙ্গন ও কবিতা আবৃত্তি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অপর দিকে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৃথক ভাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা এর সভাপতিত্বে সাবেক জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহানশা মোল্লা , সাবেক বিআরডিবি চেয়ারম্যান কামাল পাঠান, যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিতিতে কেক কেটে জন্মদিন পালন ও দোয়া মোনাজাত করেন।
২৬ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে
১৬৪ দিন ৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৬৭ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৭৩ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে
১৭৪ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৭৪ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৭৮ দিন ৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৮৭ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে