ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন যৌথবাহিনীর অভিযানে গাঁজা সহ গ্রেফতার-৩ বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা কমিটি গঠন করা হয়েছে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের

আশাশুনি উপজেলার বেড়িবাঁধে জাইকার অর্থায়নে ২২ কোটি টাকা টেকসই বেড়িবাঁধে অনিয়মের অভিযোগ

আশাশুনি উপজেলার বেড়িবাঁধে জাইকার অর্থায়নে ২২ কোটি টাকা টেকসই বেড়িবাঁধে অনিয়মের অভিযোগ

 

 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা

সাতক্ষীরা আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের দয়ারঘাট বেড়িবাঁধে জাইকার অর্থায়নে ২২ কোটি টাকা টেকসই বেড়িবাঁধে অনিয়মের অভিযোগ উঠেছে। এ সকল অনিয়মের মূল হোতা এসও আলমগীরের দূরভিসন্ধী ও কাজের ধীরগতি এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। গত শনিবার ২২শে ২৩ ইং জুলাই সকাল ৯টার দিকে নিম্নমানের বালু দিয়ে ব্লক তৈরি করা হচ্ছে এমন অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান ও সাবেক চেয়ারম্যান স. ম সেলিম রেজা মিলন ঘটনাস্থলে উপস্থিত হন। উপকূলবর্তী মানুষের বাধার মুখে এসও আলমগীরের দুর্নীতি, অনিয়মের শেষ রক্ষা হয়নি বলে জানা গেছে।

 

আমাদের সাতক্ষীরা জেলা প্রতিনিধি সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দা বিভূতিভূষণ রায়, শুকলাল মন্ডল, স্বপন মন্ডলসহ আরো অনেকে জানান। বিগত ঘূর্ণিঝড় আম্ফান ও বিভিন্ন দুর্যোগে এলাকার বেড়িবাঁধ ভেঙে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে জাইকার অর্থায়নে ৪ কিলোমিটার টেকসই বেড়িবাঁধে ২২ কোটি টাকা বরাদ্দ দেন। কিন্তু উক্ত বরাদ্দকৃত টাকা নিম্নমানের বালু দিয়ে ব্লক তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। এছাড়া নির্মাণ কাজটি ৩০ মে ২৪ ইং সালে শেষ হওয়ার কথা থাকলেও আগামী ২৫ সালের মাঝামাঝিতেও শেষ হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। ৪ কিলোমিটার টেকশই বেড়িবাঁধে ২ লক্ষ পিস ব্লক তৈরির কথা থাকলেও ২৩ সালের শেষ পর্যায়ে এসে মাত্র ১২ হাজার পিস ব্লক তৈরির কাজ সম্পন্ন করা হয়েছে।

 

কাজের ধীরগতি গুণগতমান সিডিউল অনুযায়ী না হওয়ায় আশাশুনি সদর ইউনিয়নে হাজার হাজার মানুষের মধ্যে বেড়িবাঁধ ভাঙনের আতঙ্ক বিরাজ করছে। সবমিলিয়ে চট্টগ্রাম বিআইজেডসিএএন ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পাউবো’র কর্মকর্তার যোগসাজশে এ অনিয়ম দেখা দিয়েছে বলে তারা জানান। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান বলেন, দয়ার ঘাট বেড়িবাঁধের কাজে অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। নিম্নমানের বালু দিয়ে ব্লক তৈরি করার কারণে আপাতত কাজ বন্ধ করা হয়েছে। সাবেক চেয়ারম্যান মিলন বলেন, টেকশই বেড়িবাঁধ আশাশুনি উপজেলাবাসীর প্রাণের দাবি। কিন্তু জাইকার অর্থায়নের বরাদ্দকৃত টাকা সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদার যথা-যথভাবে কাজ করছে না।

 

গত শনিবার সকালে ব্লক তৈরীর কাজ শুরু করলে স্থানীয়রা আমাকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিম্নমানের বালু দিয়ে ব্লক তৈরির কাজ বন্ধ করা হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে দায়িত্বরত এসও আলমগীর বলেন, সরকারি সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে। কাজ বন্ধ কেন? পানি উন্নয়ন বোর্ডের তদারকি করার কোন লোক নেই কেন এবং ঠিকাদার প্রতিষ্ঠানের কোন লোক নেই কেন জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে সুকৌশলে এড়িয়ে যান।

Tag
আরও খবর