হৃদয়ে লাঙ্গলবাধ । গুরুত্তের দিক দিয়ে বিবেচণা করলে, লাঙ্গলবাধ বাজার ঐতিয্যবাহী একটি বাজার বা বন্দর। যা একটি উপজেলা বা জেলার সাথে তুলনা করলে, ভূল হবে না। যে সমস্ত প্রতিষ্ঠান স্থাপনা, সুযোগ সুবিধা আছে। শিক্ষা প্রতিষ্ঠানঃ ১টি ডিগ্রি কলেজ, ২ টি উচ্চ বিদ্যালয়, ১টি কামিল মাদ্রাসা, ১টি সরঃপ্রাথঃ বিদ্যালয়, ১ ডজন কেজি স্কুল, ৫টি মসজিদ, ৫ট মন্দির, ৮/৯ টি ব্যাংক প্রতিষ্ঠান আছে।যোগাযোগ ব্যবস্থাঃ লাঙ্গলবাধ টু শ্রীপুর মাগুরা সড়ক।লাঙ্গলবাধ টু শৈলকুপা ঝিনাইদহ সড়ক। লাঙ্গলবাধ টু কুষ্টিয়া সড়ক।লাঙ্গলবাগ টু পাংশা রাজবাড়ী। লাঙ্গলবান টু অফদা কামারখালী ফরিদপুর। লাঙ্গলবাদ থেকে রাজবাড়ী।রাজবাড়ী থেকে ঝিনাইদহ মাগুরা বৃহত্তর যোগাযোগ ব্যবস্থার জন্য গড়াই সেতুর কার্যক্রম চলছে। লাঙ্গলবাধ এই গড়ায় সেতুটি নির্মিত হইলে লাঙ্গলবাধ থেকে তিনটি জেলার যোগাযোগ ব্যবস্থা সুদূরপ্রসার ঘটবে। যা এই এলাকার জনগণের জীবন জীবিকা কর্ম সংস্থানের ব্যবস্থা উন্নত হবে। পূর্ব থেকেই লাঙ্গলবাদ একটি ঐতিহ্যবাহী বাজার।সপ্তাহে রবি এবং বৃহস্পতিবার দুইদিন বড় বাজার বসে।দেশের বিভিন্ন এলাকা থেকে গরু ছাগল হাঁস-মুরগি ধান পাট পিয়াজ চৈাতালি ফসল আমদানি রপ্তানি হয়।বাংলাদেশের মধ্যে লাঙ্গলবাধ একটি বৃহত্তম বাজার।যে বাজারটি পূর্বেই একটি পৌরসভা অথবা উপজেলায় অন্তর্ভুক্ত হওয়ার প্রয়োজন ছিল। ব্যক্তিগতভাবে আমার শৈশব এবং কিশোর জীবন অতিবাহিত হয়েছে এই লাঙ্গলবাধ বাজারকে ঘিরেই। এই বাজারে হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের লোক আমরা একত্রিত ভাবে বসবাস করি।গুরুত্বের দিক বিবেচনা করে, লাঙ্গলবাগ বাজারকে একটি পৌরসভা অথবা একটি উপজেলায় অন্তর্ভুক্ত করবার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট লাঙ্গলবাধ বাসির পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ রাখছি।
২২ ঘন্টা ১০ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৮ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
২০ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
২১ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে
২২ দিন ২২ ঘন্টা ৫০ মিনিট আগে