ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার খাসবগদিয়া গ্রামে স্বামী পছন্দ না হওয়ায় বিয়ের পরেই বাবার বাড়ি এসে বিষপানে নাইচ খাতুন নামে নববধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
শনিবার (১২ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।
নাইচ খাতুন ওই এলাকার জয়নুদ্দিন খন্দকারের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৬ আগস্ট মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নবগ্রামের ইয়াকুব আলীর ছেলে নুর ইসলামের সাথে শৈলকূপা উপজেলা খাসবগদিয়া গ্রামের জয়নুউদ্দিনর মেয়ে নাইচ খাতুনের বিয়ে হয়। বিয়ের দু’দিন পর বুধবার পরিবারের সদস্যরা নিজ বাড়িতে জামাই ও মেয়েকে নিয়ে আসে। পরে গত শুক্রবার সন্ধ্যায় নববধূ নাইচ খাতুন বাবার বাড়িতে বিষপান করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসারত অবস্থা সে মারা যায়।
এ ব্যাপারে নিহতের চাচা ময়নার কাছে জানতে চাইলে তিনি কিছু বলেননি।
লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পর ইনচার্জ এসআই হামিদুল ইসলাম জানান, বিষপান করে নাইচ নামের একটা মেয়ে মারা গেছে। আমি তার লাশ সুরতহাল করার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
১৯ ঘন্টা ৩০ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে
১০ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৮ দিন ২৭ মিনিট আগে
২০ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে
২১ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে
২২ দিন ২০ ঘন্টা ১০ মিনিট আগে