মাগুরার শ্রীপুরে ৫ রোহিঙ্গা যুবককে আটকের পর কুতুপালং শরনার্থী শিবিরে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার বিকেল ৩ টা ২০ মিনিটের দিকে উপজেলার ওয়াবদা নামক স্থান থেকে তাদের আটক করে শ্রীপুর থানা পুলিশ। তারা হলেন, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ১ নং কুতুপালং শরনার্থী শিবিরের মোতাহার হোসেনের ছেলে সেলিম হোসেন (১৯), কলিমুল্লাহের ছেলে সাদেক নূর (২৩), আরাফাত নূর (১৭), আবদুল হকের ছেলে রবিউল আলম (২৮) ও উখিয়া উপজেলার ১২ নং বাবুখালি কুতুপালং শরনার্থী শিবিরের মসিউল্লাহের ছেলে সালমান অরফে উমর ফারুক (১৬)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩ টা ২০ মিনিটের দিকে নাকোল পুলিশ ক্যাম্পের এসআই মোঃ লাল্টু রহমান ও সঙ্গীয় ফোর্স চেকপোস্ট ডিউটি চলাকালীন নিউ গ্রিণ এক্সপ্রেস পরিবহনে তল্লাশির সময় ৫ জনকে সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেয়।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, তাদের আচার আচরণ ও অপরাধ মূলক কর্মকাণ্ডের সম্ভবনায় আটক করা হয়৷ পরে আদালতের আদেশে তাদের কুতুপালং শরনার্থী শিবিরে ফেরত পাঠানো হয়েছে।
১৯ ঘন্টা ৩২ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
১০ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৮ দিন ২৯ মিনিট আগে
২০ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
২১ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে
২২ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে