ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের হাটফাজিলপুর বাজারে বিকালে ফল কেনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। সংঘর্ষ এড়াতে পুলিশ ১৩ রাউন রাবার বুলেট নিক্ষেপ করেছে। গুরুত্বর আহতদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, হাট ফাজিলপুর বাজারে কাকড় বিক্রেতা আক্কাস হোসেন বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামের নবাব হোসেন এর কাছে কাকর বিক্রয় করে। পরে কাকড় বাড়িতে নিয়ে কাটলে ভেতরে সাদা দেখা যায়। এই কাকড় সাদা দেখানোকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ড হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিশ্বাস ও আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরা উভয়ই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী (ট্রাক প্রতিকের) নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের সমর্থক বলে জানা গেছে।
সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উসকানি দেওয়ায় ১জনকে আটক করা হয়েছে।
১৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ১৬ মিনিট আগে
১০ দিন ৫ ঘন্টা ৪২ মিনিট আগে
১৮ দিন ১২ মিনিট আগে
২০ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে
২১ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে
২২ দিন ১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে