ঝিনাইদহের শৈলকুপা থেকে আগ্নেয়াস্ত্রসহ দুজনকে আটক করেছে র্যাব। রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শৈলকুপার কৃষ্ণপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী মণ্ডলের ছেলে হানিফ মণ্ডল ও যশোর সদর উপজেলা সালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইমলাত হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ কালের কণ্ঠকে জানান, শৈলকুপার রামচন্দ্রপুর এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে বলে জানতে পারি।
সেসময় আমাদের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ইমলাত হোসেন ও হানিফ মণ্ডল নামে দুজনকে আটক করে। তখন তাদের শরীর তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে শৈলকুপা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।
১ ঘন্টা ৩২ মিনিট আগে
১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে
১১ দিন ৩ ঘন্টা ৩০ মিনিট আগে
১৩ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে
১৪ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১৫ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
২২ দিন ৯ ঘন্টা ৪৯ মিনিট আগে