শৈলকুপায় আগুনে পুড়ে দগ্ধ ১ জন
ঝিনাইদহের জেলার শৈলকুপা উপজেলার ১১ নং আবাইপুর ইউনিয়নের কুমিরাদাহ্ গ্রামে আগুনে পুরে দগ্ধ সুব্রত মজুমদার (২৭)। সে ঐ গ্রামের সুকুমার মজুমদারের ছেলে ঘটনা স্থনে যেয়ে দেখা যায় তার দোকানে প্রায় ৩০ লক্ষ টাকার মুদি-মালামাল আগুনে পুরে ছাই হয়ে গেছে। স্থানীয় গ্রামবাসি সাধন বিশ্বাস জানান গত রাত দুইটার দিকে পোড়া গন্ধ পেয়ে তার ঘুম ভেঙ্গে গেলে সে দেখে দোকানে আগুন জলজল করছে পরে সে চিৎকার দিয়ে গ্রামের লোক গুছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু সুব্রত মজুমদারের শরীর ততখানে পুরে যলসা হয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে ফরিদপুর মেডিকেলে নিয়ে যায় অবস্থার অবনতি হলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করে। গ্রামের সাধারণ মানুষ বলে সুব্রত খুব ভালো ছেলে। সে তার দোকানে বেচা-কেনাও খুব ভালো এবং পরিবার নিয়ে খুব সুখের সাথে বসবাস করেন। কিন্তু গত রাত আনুমানিক দুইটার দিকে তার দোকানে কীভাবে যেন আগুন লেগে যায় তা জানা যায় নি। কিন্তু রাতে বাড়িতে না যেয়ে দোকানে দোকানে ঘুমনে থাকেন সুব্রত। ধারনা করা হচ্ছে মসার কয়েল থেকে আগুন ধরে যায়। প্রতিদিনের মতো গত রাতে দোকানেই ঘুমিয়ে ছিলেন এই মুদি দোকানদার সুব্রত যখন তার গায়ে আগুন ধরে যায় তার শরীরের পরে পাশে থাকা একটি ডোবার মধ্যে ঝাপিয়ে পরে সুব্রত । সুব্রতর বাবা সুকুমার মজুমদার বলেন আমার ছেলের অবস্থা খুব খারাপ এখন তার বাঁচা মরা এখন ভগবানের হাতে। ঈশ্বর আমার ছেলেকে যেন তাড়াতাড়ি যেন সুস্থ করে তোলে। আমার পরিবারের একমাএ উপার্জনকারি ব্যাক্তি সে।