ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ফুলহুরি গ্রামে সাপের কামড়ে মোস্তফা ওরফে মোস্ত নামের এক অভিজ্ঞ সাপুড়ে মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে সাপ ধরা ও খেলা দেখানো ছিল মস্তের পেশা, কিন্তু শেষ পর্যন্ত এই দক্ষতাই তার জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।
জানা গেছে, গত তিন দিন ধরে মস্ত শৈলকুপার বিত্তিপাড়া নামক গ্রামে সাপ ধরছিলেন। আজ দুপুর বারোটার দিকে, তিনি সাপ ধরার উদ্দেশ্যে আবারও সেখানে যান। কাজ শেষে ফেরার সময়, স্থানীয় কিছু মানুষ তাকে সাপের খেলা দেখানোর অনুরোধ করেন। মস্ত তাদের অনুরোধ রাখতে খেলা দেখানো শুরু করেন। তবে খেলা চলাকালীন হঠাৎ একটি উত্তেজিত সাপ তার হাতে কামড় বসিয়ে দেয়।
কামড় খাওয়ার পর, মস্ত তার অভিজ্ঞতার ভিত্তিতে নিজেই প্রাথমিক চিকিৎসার চেষ্টা করেন। সাধারণত, তিনি সাপের বিষ বের করার এবং প্রয়োজনীয় ভেষজ ব্যবহার করতেন, যা তার জীবন বাঁচাতো। কিন্তু এবারের ঘটনা ছিল ভিন্ন। বিষের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়ে, যা তাকে বিপদে ফেলে।
অবস্থা খারাপ হতে থাকলে, মস্ত দুপুর দুইটার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসীর মতে, মস্ত ছিলেন অত্যন্ত সাহসী ও দক্ষ একজন সাপুড়ে, যার সাপের খেলা দেখতে বহু দূর থেকে মানুষ আসতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
ঘটনার পর স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ বিষয়ে তদন্ত চলছে। মস্তের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শোকাহত এলাকাবাসী।