অনুষ্ঠিত হলো মা ও শিশু স্বাস্থ্য সেবা বিশেষ ক্যাম্প-২০২৪"
একটি হলে ভাল হয়, দুটি সন্তানের বেশি নয়" প্রতিপাদ্য কে সামনে রেখে পরিবার পরিকল্পনা বিভাগ,মা ও শিশু বিশেষ সেবা ক্যাম্প ৫ নং কাঁচের কোল ইউনিয়নে আজ সকাল ১১ যটিকার অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পটি পরিচালনা করেন ডাঃ মোঃকামাল হোসেন মেডিকেল অফিসার মা ও শিশু স্বাস্থ্য বিভাগ- ঝিনাইদহ। এদিকে ফেরদৌস আলম পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বলেন ক্যাম্পটির করার উদ্দেশ্য হলো গ্রামের প্রান্তিক হতদরিদ্র পরিবারের গুলোর মধ্যে সচেতনা বৃদ্ধি এবং যাতে ঘরে বসেই তারা উন্নত সেবা পাই বিশেষ করে প্রসূতি মায়েরা যেন সেবা থেকে বঞ্চিত না হয়। এছাড়াও উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন মোঃ মোজাম্মেল করিম উপ-পরিচালক,মোঃ ওলিউর রহমান সহকারী পরিচালক, মোঃ মমিনুর রহমান সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জুলিয়াস যুবদল নেতা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এম,এ,রাহাত, সাংবাদিক, স্হানীয় গন্যমান্য সুধিজন।