শৈলকুপায় বিএনপি নেতার স্মরণ সভা ও দোয়া মাহফিল
ঝিনালইদহের শৈলকুপায় হাকিমপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আবেদ আলি মন্ডলের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার সাধুহাটি বাজারে মন্ডলবাড়ির উদ্দোগে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন।
এসময় সাবেক জেলা শিক্ষা অফিসার খোরশেদ আলমের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. হুমায়ুন বাবর ফিরোজ, সহসভাপতি নজরুল ইসলাম জোয়ার্দ্দার, সহসভাপতি রাকিবুল হাসান খাঁন দিপু, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল বারী মোল্লা, উপজেলা বিএনপির যুগ্নসাধারণ বাবুল হোসাইন মোল্ল্যা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কি বক্তব্য রাখেন। এছাড়া জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা, বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম আবেদ আলি মন্ডল এর রাজনৈতিক ও কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাত করা হয়।