ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন উত্তরা পশ্চিম থানার হাফিজ
টানা দ্বিতীয়বার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান (পিপিএম)
বুধবার ১১ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম সাজ্জাত আলী মাসিক অপরাধ সভায় তার হাতে এ পুরস্কার তুলে দেন । গত নভেম্বর মাসের বিভিন্ন অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও সেবামূলক কাজের সার্বিক স্বীকৃতি স্বরূপ তিনি এ পুরস্কার পান। গত অক্টোবর মাসেও তিনি ডিএমপির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন। মোঃ হাফিজুর রহমান গত ২১ আগস্ট উত্তরা পশ্চিম থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। তিনি শৈলকুপার দোহারো গ্রামের সন্তান।