ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন অ্যাটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান।
৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শৈলকুপা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় অ্যাটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান শৈলকুপা উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং কোন দপ্তরে কি সমস্যা আছে তা মনোযোগ সহকারে শোনেন। কিছু কিছু বিষয়ে তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নেন। সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন শৈলকুপাকে তিনি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি দুর্নীতি, স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় তিনি সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন -আপনারা স্বাধীন ভাবে লিখবেন, কারোর দালালী করবেন না। তিনি একজন সিনিয়র সাংবাদিককে দেখিয়ে বলেন- ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপি দলীয় প্রার্থী হয়েছিলাম। সে সময় নির্বাচনের পরিবেশ নিয়ে এক মতবিনিময় সভার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন- আমি বলেছিলাম আমার নির্বাচনী কার্যালয় ভাংচুর হচ্ছে, মাইক ভাংচুর করা হচ্ছে, নেতাকর্মীদের নির্বাচনী কাজে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। সে সময় উপস্থিত আপনি সাক্ষ্য দিয়েছিলেন নির্বাচনী পরিবেশ ভালো আছে, কোথাও কোনো অপ্রীতিকর কিছু ঘটছে না। আপনিসহ দেশবাসী জানে সে নির্বাচনের পরিবেশ কেমন ছিল।
তিনি বলেন -এরকম সাংবাদিকতা করবেন না। আমি চাইলে সে সময় আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতাম, এখনও পারি। তিনি বলেন -সত্যটা বলবেন এবং সত্য কথা লিখবেন আমি আপনাদের সাথে আছি।
তিনি আরো বলেন কেউ কোনো অপকর্মের সাথে জড়িত হলে সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। শৈলকুপা সরকারী কলেজে অনার্স কোর্স চালু, শৈলকুপা ফায়ার সার্ভিসের জন্য অ্যাম্বুলেন্স প্রদানসহ , শৈলকুপার বিভিন্ন সরকারী দপ্তরের সমস্যা সমাধানে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এর আগে সকালে অ্যাটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান শৈলকুপার মির্জাপুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সমবেদনা জ্ঞাপন করেন।