বগুড়ায় মুসলিম এইডের উদ্যোগে ৫০০ অসহায় পরিবারে শীত সামগ্রী বিতরণ
মুসলিম এইড সার্ভিং হিউমিনিটি সুইডেন উইনটার রিলিফ প্রোজেক্ট বাংলাদেশ এর আওতায় বগুড়ার সারিয়াকান্দির ৪০০ এবং সোনাতলার ১০০ গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে শীত সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলার সারিয়াকান্দি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এ শীত সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শীত সামগ্রীর প্রতিটি বাক্সে রয়েছে ১ টি কম্বল, ১ টি চাদর, পুরুষ এবং মেয়েদের ২ টি সোয়েটার, ছেলে ও মেয়ে বাচ্চাদের ২ টি সোয়েটার এবং ২ টি টুপি। শীত সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় বায়তুল মাল বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন। উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক, মুসলিম এইড সংগঠনের পক্ষে শহীদ মুসলিম, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন, সেক্রেটারি এনামুল হক, সহ সেক্রেটারি সাদিকুল ইসলাম স্বপন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্বপাদক আনোয়ার হোসেন বিপ্লব প্রমুখ।
উপকারভোগী সাজেদা বেগম বলেন, একটি পরিবারের জন্য বাসায় শীত নিবারণ এবং বাহিরে পরে বেড়ানোর জন্য এতদামি পোশাক আমাদের জীবনে আমরা কখনো কিনতে পারিনি। সেই জিনিসপত্র আজ আমরা ফ্রিতে পেয়ে খুবই খুশি হয়েছি।