অপকর্মের সংবাদ প্রকাশ করায় যশোরের শার্শায় সাংবাদিক আসাদুর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত জখম করেছেন নাভারণ হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলাম।
শনিবার রাত সাড়ে ৮ টার সময় নাভারণ সাতক্ষীরা মোড়ে তাকে পিটিয়ে আহত করেন তিনি।
সাংবাদিক আসাদুর রহমান যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।
খবর পেয়ে সাংবাদিক আসাদুর রহমানকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার সহকর্মীরা।
এদিকে উক্ত ঘটনা ছড়িয়ে পড়লে হাইওয়ে সার্জেন্ট রফিকুল ইসলামের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর জেলা ও উপজেলার সাংবাদিক সমাজ।
সাংবাদিকরা জানান, অনতি বিলম্বে নাভারণ হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলাম কতৃক সাংবাদিককে নির্যাতন করার অপরাধে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে সার্জেন্ট রফিকের শাস্তি না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে।
এ বিষয়ে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি শুনেছি। উর্দ্ধতন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।
উল্লেখ্য, সার্জেন্ট রফিক নাভারন হাইওয়ে থানাতে যোগদানের পর থেকে নানা অপকর্মে লিপ্ত রয়েছেন।এর আগে ও কয়েকবার তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে।
৪১ দিন ২ ঘন্টা ৪২ মিনিট আগে
৫৯ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
৬৮ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে
৭০ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭৫ দিন ৮ ঘন্টা ৪০ মিনিট আগে
৯৬ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
১০০ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
১০৮ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে