যশোরের বেনাপোল পৌরসভার নব নির্বাচিত মেয়র নাসির উদ্দীন দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার (১৩ আগষ্ট) বেলা ১২ টার দিকে পৌরসভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভুমি) ফারজানা ইসলাম তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। এসময় শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সালেহ আহমেদ মিন্টু,কোষাধ্যক্ষ অহিদুজ্জামান অহিদ,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া,শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ,সাধারণ সম্পাদক সোহরাব হোসেন,বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল,নবনির্বাচিত সকল কাউন্সিলরবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সদ্য দায়িত্ব গ্রহণ করা মেয়রকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। প্রসঙ্গত, গত ১৭ই জুলাই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান সজনকে পরাজিত করে নৌকার নাসির উদ্দীন বিজয়ী হয়।
৪১ দিন ২ ঘন্টা ৪২ মিনিট আগে
৫৯ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
৬৮ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে
৭০ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭৫ দিন ৮ ঘন্টা ৪০ মিনিট আগে
৯৬ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
১০০ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
১০৮ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে