বগুড়ার শেরপুর উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
১৭ জুন (শনিবার) দুপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্নার সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান আওয়ামীলীগ সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সুখী-সমৃদ্ধশালী দেশ গড়ার পাশাপাশি অসহায় মানুষের মুখে হাসি ফুটানো। আওয়ামীলীগ অসহায়-দুঃখী মানুষের পাশে অতীতেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এসময় উপজেলার কুসুম্বী ও গাড়ীদহ ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্ত একশ’দশটি পরিবারের মাঝে ত্রিশ কেজি করে চাল বিতরণ কর হয়।
উল্লেখ্য, বিগত ২৯ মে ওই দুটি ইউনিয়নের ওপর দিয়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়। যার ফলে এলাকার শতাধিক বাড়ি-ঘর লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পাশাপাশি উঠতি ফসলে আনুমানিক চার কোটি টাকার ক্ষতি হয় বলে জানা গেছে।
উক্ত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা, উপজেলা আ'লীগের সহ-সভাপতি আবু তালেব আকন্দ, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম ইফতেখার শামীম, আ'লীগ নেতা জুলফিকার আলী সঞ্জু, কৃষকলীগ নেতা আশরাফুল আলম আইয়ুব খান প্রমুখ।
৮ দিন ২২ ঘন্টা ০ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ৪০ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে