আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি প্রতিনিধ
বগুড়া শেরপুরে ব্যবসায়ীকে অপহরণের সময় এক ভুয়া ডিবি পুলিশ আটক হয়েছে। ভুয়া ডিবির পুলিশের নাম আশরাফুল ইসলাম তার বয়স ৪২ বছর। সে সিরাজগঞ্জে মাজাদপুর থানার সপ্তিপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। বুধবার বিকেলে শেরুয়া বটতলা এলাকায় জনতা আটক করে পুলিশের সোপর্দ করে। এ সময় তার সঙ্গে থাকা আরও পাঁচজন পালিয়ে যায়।
জানা যায়, ঢাকা থেকে একটি হাইচ (ঢাকা মেট্ট চ- ১৯২০২৭) ভাড়া করে শেরপুর উপজেলায় এক ব্যবসায়ীকে ছিনতাই এর উদ্দেশ্যে ডিবি পরিচয়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে । পরে স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে ধাওয়া করে আটকের চেষ্টা করে। এ সময় ওই ব্যবসায়ীকে গাড়িতে তুলতে ব্যর্থ হয়ে গাড়ি নিয়ে পাঁচজন পালিয়ে যায়। কিন্তু আশরাফুল ইসলাম গাড়িতে উঠতে না পারায় জনগণ তাকে আটক করে। এবং গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে। আটককৃত আশরাফুল ইসলাম জানান, পরিকল্পনা অনুযায়ী ছিনতায়ের উদ্দেশ্যে ব্যাংকের সামনে এসে তারা দাঁড়ায়। এক ব্যক্তি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে অটো রিক্সায় উঠে অফিসে যাচ্ছিল। ওই ব্যবসায়ীর ব্যাগে টাকা আছে জানতে পেরে তারা পেছনে পেছনে শেরুয়া বটতলায় এলাকায় আসে। পরিকল্পনা অনুযায়ী তাকে গাড়িতে তুলে নিয়ে তার নিকট থেকে টাকা নিয়ে রাস্তায় ফেলে যাবে। সেরুয়া বটতলা এলাকায় ওই ব্যবসায়ীকে গাড়িতে তোলার সময় আত্মচিৎকার করে। পরে আমাকে রেখেই তারা পাঁচজন পালিয়ে যায়। তারা হলেন
আলাউদ্দিন, মাসুদ, আরিফ, অন্য দুজনের নাম জানা যায়নি।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার্স ইনচার্জ বাবু কুমার শাহ জানান, ডিবি পরিচয়ে চিন্তাই এর সময় আশরাফুল নামের একজনকে জনতা আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। ফুল পুলিশের হেফাজতে আছে। এবং ছিনতাই কারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা
৮ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে