বগুড়ার শেরপুর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নারীসহ তিনজনকে কামড়িয়ে আহত করেছে। এদের মধ্যে শাহিনের কানে কামড় দিয়ে ছিঁড়ে নেওয়ার ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শাহিন (৩৩), রিফাত (১৯) ও ফেরদৌসীকে (৫২) কামড়িয়ে আহত করে। অপর পক্ষের হাসিনা (৫০), জনি (২৪) আহত হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সকালে মির্জাপুর ইউনিয়নের মদনপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের উত্তরপাড়া গ্রামে মৃত সোহরাওয়ার্দী হোসেনের ছেলে শাহিন হোসেনের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রতিপক্ষ মৃত সবুর উদ্দীনের স্ত্রী হাসিনা বেগমের সাথে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মৃত সবুর উদ্দীনের স্ত্রী হাসিনা বেগম গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহিনের বাড়ির সামনে ফেলানো ইট সরাতে বলে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে হাতা-হাতি শুরু হয়। একপর্যায়ে জনি লাঠি দিয়ে শাহিন হোসেনকে আঘাত করলে মাটিতে পড়ে গেলে হাসিনা বেগম শাহিনের কান কামড় দিয়ে ছিড়ে নেয়। তার আত্মচিৎকারে রিফাত ও ফেরদৌসী এগিয়ে গেলে রিফাতের পিঠে কামড় দেয় এবং ফেরদৌসীর হাতে কামড়দিয়ে আহত করে। পরে আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। এ ঘটনায় শাহিন হোসেন শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে হাসিনা বেগম জানান আমার জায়গায় ইট রাখা হয়েছে। সেই জায়গা ইটসহ শাহিন টিন দিয়ে বেড়া দিতে নিলে আমরা তাদের বাধা দিতে গেলে আমার মারধর করে আহত করে। তখন তাদের হাত থেকে বাঁচতেই কামড় দেয়।
এ ব্যাপারে শেরপর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বিজয় বাংলাকে বলেন, এ ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পেয়েছি।