আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি
বার্ষিক কর্মশালা চুক্তি বাস্তাবায়নে বিভাগীয় কমিশনার কার্যালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তর কার্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত দিনব্যাপী “উন্নয়ন সমৃদ্ধির স্মার্ট লাইভস্টক" সেমিনার এবং এপিএ মুল্যায়ন" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বেস্ট পারফর্মেন্স এওয়ার্ড প্রথম স্থান অর্জন করেছেন বগুড়ার শেরপুর উপজেলার প্রাণিসম্পদ অফিসার ডা. মো: রায়হান পিএএ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার যুগ্ন সচিব (আইসিটি ও উন্নয়ন) ড. মোকছেদ আলী। এ সময় উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব ড. নাহিদ রশীদ, প্রাণিসম্পদ অধিদপ্তর মহাপরিচালক ডা. মো: এমদাদুল হক তালুকদার, রাজশাহী প্রানিসম্পদ অধিদপ্তর ডিরেক্টর ড. মো: নজরুল ইসলাম ঝন্টু, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
জানা যায়, প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনী ২০২৩, ক্যাটেগরিতে ৪২ টি সূচকের বীপরিতে সামগ্রিক মুল্যায়নে রাজশাহী বিভাগের ৮ টি জেলার ৬৭টি উপজেলার মধ্যে "বেস্ট পারফর্মেন্স এওয়ার্ড-১ম স্থান টি অর্জন করে শেরপুর উপজেলা প্রানিসম্পদ অফিসার ডা. মো: রায়হান।
এ বিষয়ে ডা. মো: রায়হান পিএএ বলেন, এই সম্মাননা টুকু ব্যাক্তিগতভাবে আমার নয়! নৈপথ্যে থাকা টিম প্রাণিসম্পদের এই উপজেলার টিম। তাদের নিরলস শ্রমের ফসল। বয়ে এনেছে উপজেলার সুনামও।
৮ দিন ২২ ঘন্টা ০ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ৪০ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে