শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
"শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া শেরপুরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও টিএমএসএস বাস্তবায়নে কৈশোর কর্মসূচির আওতায় টিএমএসএস শেরপুর শাখার আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুর ৩টায় মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল কেক কাটা ও আলোচনা সভা, চিত্রাংকন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতার মধ্যে দিয়ে পালিত হয়।
বগুড়া দক্ষিণ জনের জোনাল ম্যানেজার মোঃ সানাউল হক খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ। কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার সেখ সাদিয়া খাতুনের সঞ্চালনায় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক আলাউদ্দিন আল আজাদ, শেরপুর প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক আব্দুল ওয়াদুদ, সহকারি শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারি শিক্ষক (ধর্ম) আইনাল হকসহ অত্র বিদ্যালয়েল শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠান শেষে চিত্রাংকন, রচনাসহ বিভিন্ন ক্যাটাগরীতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
৮ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে