বগুড়ার শেরপুরের শাহ বন্দেগী ইউনিয়নে হাইদুল ওরফে সাইদুল (২৮) নামের এক চাল ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ফুলতলা এলাকায় নিজ ঘরের তীরে সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়রা জানান, হাইদুল ইসলাম একজন চাল ব্যবসায়ী, ব্যবসা করতে লোকশান হয়ে অনেক টাকা ঋণ হয়। বেশকিছুদিন ধরে পাওনাদার টাকার জন্য চাপ সৃষ্টি করে। বাড়ীতে বাবা-মা ও স্ত্রীকে নিয়ে থাকত। গতকাল বুধবার স্ত্রী তার বাবার বাড়ীতে বেড়াতে যাওয়ায় নিজ ঘরে একা ঘুমিয়ে পরে। রাতের কোন এক সময় গলায় গামছা পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত হাইদুল ইসলামের বাবা আব্দুল হামিদ জানান, প্রতিদিন ভোরে উঠে চাল ক্রয় করার জন্য বাহির হয়। কিন্তু আজ সাড়ে ৮টা বেজে যায় সে ঘুম থেকে উঠেনি। তখন দরজার কাছে গিয়ে ডাকাডাকি করি কোন সাড়া পায়নি। পরে জানালার ফাঁক দিয়ে দেখি গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। আমার চিৎকারে আশেপাশের লোকজন এসে দরজা ভেঙ্গে ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ নামায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, চালের ব্যবসা করতে লোকশান হয়ে অনেক টাকা ঋণ হয়েছে। প্রায় দেখি তার বাড়িতে পাওনাদার এসে টাকার জন্য চাপ দিচ্ছে। এই ঋণের জন্যই হয়তো সে আত্মহত্যা করেছে। তাছাড়া অন্য কোন কারণ দেখছিনা।
এ বিষয়ে শেরপুর থানা উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, খবর পেয়েছি। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
৮ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে