বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসুচি পালিত হয়েছে।
বুধবার (১৪ আগষ্ট) সকাল ১০ ঘটিকা থেকে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সহস্রাধিক লোক নিয়ে অবস্থান কর্মসুচি পালিন করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহি সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু এবং উপস্থিত ছিলেন নির্বাচিত উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন ও পৌর সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল।
অনুষ্ঠানটি সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে। পরে বিকাল থেকে আবারও শুরু অবস্থান কর্মসুচি শুরু হয়। এছাড়া আগামীকাল ১৫ আগষ্ট ও ১৬ আগষ্ট কর্মসুচি অনুষ্ঠিত হবে।
শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার বুকে গুলি করে হত্যা ও হাসিনার দোসরদের বিচারের দাবীতে আমাদের আজকের অবস্থান কর্মসুচি। আমাদের আন্দোলন শেষ হয়নি। আওয়ামী সন্ত্রাসীরা যেন মাথা তুলে না দাঁড়াতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সহ সভাপতি আব্দুর হাই সিদ্দিকী হেলাল, হামিদুর রহমান সরকার বেলাল, মোঃ ফিরোজ, মোনায়েম হোসেন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, মোস্তাফিজুর রহমান নিলু, আবু সাঈদ, বদিউজ্জামান, পৌর যুবদলের আহবায়ক শাহাবুল করিম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সবাইদুল ইসলাম, গোলাম মোস্তফা আলমগীর, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক শাহ মোঃ কাউছার আলী কলিন্স, উপজেলা কৃষকদলের সদস্য সচিব নুরুল ইসলাম নুর, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আকতার পুটি, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া লায়লা, শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম, ছাত্র দল ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৭ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ৩১ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৪ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৪ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে
১৬ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১৬ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে