মাদারীপুরের শিবচরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “ডেভেলপমেন্ট এফর্টস ফর ইয়ুথ সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ)” ও “ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ)” এর উদ্যোগে পবিত্র রমজানের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা মোশারফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, উপজেলা যুব উন্নয় কর্মকর্তা বেল্লাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার শাহ্ আলম, শেখ ফজিলাতুন্নেছা সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রবিউল, বিজয় টিভির মাদারীপুর প্রতিনিধি আবুল খায়ের খান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস.এম মাহাতাবউদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সফিকুর রহমান, বাখরের কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ভেন্নাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লোকমান হোসেন হাওলাদার, শিবচর নন্দকুমার ইন্সটিটিউশনের সহকারী প্রধান শিক্ষক ইমাম হোসেন হাওলাদার, নূর-ই-আলম চৌ: মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, দৈনিক সময়ের আলোর শিবচর উপজেলা প্রতিনিধি গোলাম নাবী, দৈনিক দেশ রূপান্তরের শিবচর প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক কালবেলার শিবচর প্রতিনিধি আবু সালেহ মুছা, উদ্যোক্তা মোঃ শাহিন শিকদার, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট এফর্টস ফর ইয়ুথ সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ) এর সভাপতি মো: ফজলুল হক ও সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন। “ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ)”এর সভাপতি ওয়াহীদুজ্জামান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ । সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ, তথ্য বিষয়ক সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক শামীম, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, নারী সমন্বয়ক ইভানা আফরিন, মাহমুদা আক্তার, আমেনা আক্তার, সুমাইয়া আক্তার, রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য আমির হোসেন, কামাল আহমেদ, আলী আকবর, রাসেল, এনামুল, আল আমিন, আরিফ, মেহেদীসহ অর্ধ-শতাধিক স্বেচ্ছাসেবক বৃন্দ।
উল্লেখ্য, সংগঠনটি দীর্ঘ ১৪ যাবত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করে আসছে। ২০০৯ প্রতিষ্ঠাকাল থেকে- মুক্তি যোদ্ধাদের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও দেশপ্রেম জাগ্রত করা, করোনা ভাইরাস (কোভিড-১৯) সচেতনতা কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে উদ্ভদ্ধ করন, নিরাপদ সড়ক কার্যক্রম (নিসকা), বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল হেল্থ এডুকেশন প্রোগ্রাম (SHEP), প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতায় কার্যক্রম (RHEP), স্তুন ও জরায়ূমূখ ক্যান্সার সচেতনতা প্রতিরোধ কর্মসূচি, সেলুন ভিত্তিক হেপাটাইটিস বি সচেতন কার্যক্রম, মাদক বিরোধী সচেতনতা কার্যক্রম, ফরমালিন ও খাদ্যে ভেজাল সচেতনতা কার্যক্রম, জাতীয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবাক্যাম্প সহ বিভিন্ন সামাজিক স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মসূচী, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের হেল্থ চেকআপ, বাল্য বিয়ে ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোল, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা কার্যক্রম, নৈতিক শিক্ষা কার্যক্রম, গ্রামীন নারী ও কিশোরীদের মাসিক ব্যবস্খাপনা ও প্রশিক্ষণ কর্মসূচি, প্রতিন্ধবী ও অটিজম শিশুদের সেবা ও সচেতনতা কার্যক্রম করে আসছেন।
৫৭ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে
৭২ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে
৭৪ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৮৯ দিন ১৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
৯২ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে
১০৫ দিন ২০ ঘন্টা ২৯ মিনিট আগে
১০৮ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১০৯ দিন ২২ ঘন্টা ১৬ মিনিট আগে