এসএটিভির ১২তম বর্ষ পেরিয়ে ১৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে মাদারীপুরে এসএ টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
আজ রবিবার সকালে মুক্তিযোদ্ধা ভবনের ২তলায় শিবচর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এসএ টিভির মাদারীপুর প্রতিনিধি মো: জাকির হোসেনের সভাপতিতে¦ আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে এসএ টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। শিবচর থেকে উপজেলা প্রতিনিধি জাভেদ মাহমুদ জুয়েলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত।
মাদারীপুর জেলার শিবচরে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এসএ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ তোতা, বিশেষ অতিথি ছিলেন সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা তাইজুল ইসলাম সজিব খান, শিবচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজকের দর্পনের মাদারীপুর প্রতিনিধি মীর ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক যুগান্তরের শিবচর প্রতিনিধি রবিউল হাসান, শিবচর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং রাজধানী টিভির শিবচর প্রতিনিধি জাভেদ মাহমুদ জুয়েল, রুপালী বাংলাদেশ শিবচর প্রতিনিধি বজলুর রহমান, রাজধানী টিভির বিশেষ প্রতিনিধি শাহীন মিয়া, চ্যানেল ২১ মাদারীপুর প্রতিনিধি অপূর্ব জয়, জনকণ্ঠের শিবচর প্রতিনিধি কামরুল ইসলাম, গেøাবাল টিভির জেলা প্রতিনিধি কাইয়ুম, ইনকিলাবের শিবচর প্রতিনিধি রাসেল মিয়া, দৈনিক বাংলার শিবচর প্রতিনিধি রবিন চৌধুরী, দৈনিক সংগ্রামের আবু রায়হান, আজকের বসুন্ধরার সাইদুর রহমান সওকত প্রমুখসহ শিবচরে কর্মরতবিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে এসএ টিভির পরিবারসহ এসএটিভিতে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।