শিবচর থানার আওতাধীন বহেরাতলা দক্ষিন ইউনিয়নে ১৮ এপ্রিল রাত আনুমানিক ১১ সময় আহসান হোসেন নামক এক শিক্ষককে পিটিয়ে জখম করে তারই ছাত্ররা। আহসান হোসেন ঢাকা নিউ মডেল কলেজের মাস্টার্স পড়ুয়া একজন মেধাবী ছাত্র। তার বাবা মারা যাবার পর তিনি নানা বাড়ি থেকে টিউশনি করে পড়াশোনা ও সংসারের খরচ চালাতেন। তার নিজ বাড়ি লক্ষিপুর জেলায়।
স্থানীয় সুত্রে জানা যায় ওই শিক্ষক এবারের এস এস সি পরিক্ষার্থীদের পড়াতেন। ছাত্রদের পড়ানোর সুবিধার্থে দুইটা ব্যাচ করছেন, এতে ক্ষুব্ধ হয়ে যারা অনিয়মিত ছাত্র ছিলেন তারা গতকাল রাতে পড়ানো শেষ করে বাড়ি ফেরার পথে আহসান হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। গুরুতর আহত অবস্থায় আহসান হোসেনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান। তার মাথায় আনুমানিক ১০ থেকে ১২ টি সেলাই করা হয়েছে। ঘটনাস্থলে যাওয়ার পর আহসান হোসেনের বন্ধু মানিক জানান, ও খুব মেধাবী একজন ছাত্র। তিনি ঘটনার সকল দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
এ ঘটনায় শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মা।
৫৭ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
৭২ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে
৭৪ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮৯ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৯২ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
১০৫ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে
১০৮ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১০৯ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে