শিবচরে চুরি হওয়া মোবাইল ফেরত চাইতে গিয়ে হামলায় নিহত
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে চুরি করে নিয়ে যাওয়া মোবাইল ফোন চাইতে গিয়ে অভিযুক্ত ও তার পরিবারের হামলায় কাশেম শিকদার (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৩১ জুলাই) দুপুরে আড়াইটার দিকে উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের চর গুয়াতলা ভোরেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাশেম শিকদার একই এলাকার জয়নাল শিকদারের ছেলে।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে শিবচরের দ্বিতীয়খণ্ড ইউনিয়নের চর গুয়াতলা ভোরের বাজার এলাকার কাশেম শিকদারের ঘর থেকে একই এলাকার কাশেম মাদবরের ছেলে রাসেল মাদবর দুইটি স্মার্ট ফোন চুরি করে। এ সময় ঘরের লোকজন তাকে দেখে ফেললে ধরার চেষ্টা করে ব্যর্থ হয়। মোবাইল চুরির পর থেকেই অভিযুক্ত রাসেল মাদবর গা ঢাকা দেয়। দীর্ঘ প্রায় ৩ মাস পর গতকাল রবিবার (৩০ জুলাই) বাড়িতে আসে সে।
এদিকে রাসেল মাদবরের বাড়িতে আসার খবর পেয়ে সোমবার দুপুরে কাশেম শিকদার ও তার ছেলে মামুন শিকদার চুরি করে নেওয়া মোবাইল ফোন চাইতে রাসেল মাদবরের বাড়িতে যায়। এ সময় রাসেলের সঙ্গে কাশেম শিকদার ও তার ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল মাদবর ও তার পরিবারের সদস্যরা মিলে লাঠিসোঁটা, দা-বটি নিয়ে কাশেম শিকদার ও তার ছেলের ওপর হামলা চালায়। হামলায় কাশেম শিকদার আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে।
নিহতের ছেলে মামুন শিকদার বলেন, প্রায় ৩ মাস আগে আমাদের ঘর থেকে মোবাইল চুরি করে পালানোর সময় আমরা রাসেল মাদবরকে ধরার চেষ্টা করি। কিন্তু সে আমাদের হাত থেকে ছুটে দৌড়ে পালিয়ে যায়।
মামুন শিকদার আরও বলেন, দীর্ঘ দিন পর গতকাল সে বাড়িতে এসেছে জানতে পেরে আজকে আমি ও আমার বাবা মোবাইল ফোন চাইতে তাদের বাড়িতে যাই। এ সময় রাসেল, তার বাবা কাশেম মাদবরসহ তার পরিবারের সদস্যরা কোদাল, বটি, লাঠি নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমার বাবার মৃত্যু হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, একটি মোবাইল ফোন চুরির ঘটনায় ফোনটি চাইতে অভিযুক্তের বাড়িতে গেলে অভিযুক্ত ও তার লোকজনের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। তাছাড়া এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
৫৭ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
৭২ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে
৭৪ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৮৯ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৯২ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে
১০৫ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে
১০৮ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১০৯ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে