শিবচর থানার বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন এর আওতাধীন সরকারেরচর হাজি আইজুদ্দিন উকিল পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল এক মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ খেলায় শিবচর থানার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০ দল অংশগ্রহন করেছ।
আজ বেলা ৫ টার সময় এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। উক্ত খেলার প্রধান অতিথি হিসেবে ছিলেন শিবচর থানার উন্নয়নের রুপকার মাননীয় এমপি মহাদয় জনাব নুর ই আলম চৌধুরীর ব্যাক্তিগত সচিব ও উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব ওয়াদুদ উকিল। তিনি দেশচিত্র কে ফোনে জানান আগে বিভিন্ন যায়গায় এরকম টুর্নামেন্টের আয়োজন করা হতো, এখন খুব কম হয়। এতে করে কিশোর সমাজ মোবাইল ও মাদকে আসক্ত হয়ে পড়ছে। তাই তাদেরকে মাঠে ফেরাতে আমাদের এ উদ্যোগ। তিনি আরো বলেন ইউনিয়নের কিশোর সমাজের সার্বিক মান উন্নয়নে এরকম উদ্যোগ আমার পক্ষ থেকে অব্যাহত থাকবে। খেলায় প্রচুর দর্শকের সমাগম ঘটে। খেলায় সরকারেরচর দল ভেন্নাতলা দলকে ৫-০ গোলে হারায়। খেলায় পুরস্কার ছিলো ছাগল ও রাজহাঁস। খেলার সার্বিক সহযোগিতার ছিলেন বাবুল উকিল ও তারেক উকিল।