মাদারীপুরে কলেজ রোড এলাকায় মদ পান করে দুই নারীর মৃত্যু হয়েছে বলে জানা যায় । অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি আছে আরও ২ জনকে। শনিবার রাত ৩ টার দিকে শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৩ টার দিকে হঠাৎ চিৎকার চেচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। সেখানে গিয়ে দেখতে পায় ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহম্মেদ নামে এক নারীকে। এছাড়া অসুস্থ অবস্থায় সাগরিকার বান্ধবী রূপা আক্তার ও তার মা সাবিনা ইয়াসমিনকে দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রূপা আক্তারকে মৃত ঘোষণা করেন। মরা দুইজন সম্পর্কে বান্ধবী। অতিরিক্ত মদ পান ও পরে নাচানাচি করার কারণ অসুস্থ হয়ে মারা যায় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত ছিল যাদের পরিচয় এখনো জানা যায়নি।
মাদারীপুর সদর হসপিটালে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ মাহমুদ বলেন, গভীর রাতে আমাদের এখানে চার থেকে পাঁচ জন নারীকে ভর্তি করা হয়।এদের মধ্যে দুজন আগেই মারা গেছে আর দুজনের অবস্থা আশংকা জনক। তারা মদ পান করার কারনে অসুস্থ হয়েছিল। অসুস্থ ২ জনের চিকিৎসা চলছে।
কেয়ারটেকার হেলাল সরদার বলেন, চিৎকার চেচামেচি শুনে উপরে গিয়ে দেখি একজন মারা গেছে।বাকিদের হাসপাতালে নিয়ে যাই। রাতের মেহমান আসবে বলে শুনেছি,তবে কোন বিশেষ পার্টি ছিল না।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাস্থল পরির্দশণ করে বলেন,রাতে মদ পান করে নাচানাচি করে আহত হয়ে ২ জন মারা গেছে।২ জন গুরুতর অসুস্থ আছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত ও জানা যাবে।
৫৭ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
৭২ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে
৭৪ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৮৯ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৯২ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে
১০৫ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে
১০৮ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১০৯ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে