◾এস.এম.দেলোয়ার হোসাইন
‘সচেতনতাই উন্নয়নের পথে অগ্রযাত্রা’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুর শিবচরে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ) এর আয়োজনে স্কুল হেলথ এডুকেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার ১৩০ নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছবি: শিক্ষার্থী
জানা যায়, স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ) সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া, হাত ধোয়া উপকারিতা এবং সঠিক নিয়মে দাত ব্রাশ ও দাঁতের যত্ম ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন শাকিল আহমেদ, শামিম হোসেন, মেহেদী হাসান এবং হাচান বেপারী
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো: শাকিল আহম্মেদের পরিচালনায় স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: শামিম হোসেন, মো: মেহেদী হাসান, হাচান বেপারী প্রমুখ।
সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান বলেন, শিবচর উপজেলায় দীর্ঘ ১৪ বছর ধরে এ সংগঠনটি শিক্ষামূলক ও সামাজিক সচেতনতা মূলক কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করে যাচ্ছে। তবে সরকারি অনুদান পেলে তাদের কার্যক্রম আরো বেগবান হবে। এ সেচ্ছাসেবী কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
ছবি: শিক্ষার্থী
সংগঠনটির সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হারুন অর রশিদ জানান, আমাদের এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজে সমাজিক কার্যক্রমের পাশাপাশি সেচ্ছায় রক্তদান, অসহায়দের সহযোগীতা করা ও গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়ানো আমাদের সংগঠনের কাজ।
সংগঠনটির উপদেষ্টা আলী আকবর (টিটু) বলেন, প্রজনন স্বাস্থ্য, কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা, বাল্যবিয়েসহ নৈতিক শিক্ষা, তরুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশপ্রেম জাগ্রত করনে কাজ করে যাচ্ছে সংগঠনটি। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সংগঠন টির সকল কার্যক্রম পরিচালিত হয়। ছাত্র, শিক্ষক, চিকিৎসকসহ সমাজের নানা পেশার মানুষ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছেন।
৫৭ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৭২ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে
৭৪ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮৯ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৯২ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
১০৫ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে
১০৮ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১০৯ দিন ২২ ঘন্টা ৯ মিনিট আগে