আগামী শনিবার সন্ধ্যার পর হতে রবিবার ভোর, এই সময়ের মাঝে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় "মোখা " । আজ বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় "মোখা" রূপ নিতে পারে সুপার সাইক্লোনে ।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আমিনুর রহমান বলেন, গভীর নিন্মচাপটি এখন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আছে । গতিপথ এখন পশ্চিম ও উত্তর পশ্চিমমূখী । কাল পর্যন্ত চলতে পারে এভাবেই । সাগরের কেন্দ্রে চলে আসলে এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে । আশঙ্কা করা হচ্ছে এটি ১৪মে বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমার উপকূলের মাঝামাঝি দিয়ে অতিক্রম করতে পারে ।
এদিকে বুধবার সন্ধ্যার পর গভীর নিন্মচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর । যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারতের আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে, একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আসতে চলেছে । শনিবার সন্ধ্যার পর রবিবার ভোরের মধ্যে এটি টেকনাফ ও মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে এবং এটি হতে পারে সুপার সাইক্লোন ।
ঘূর্ণিঝড় "মোখা " বাংলাদেশে আঘাত হানলে এর ক্ষতিকর প্রভাব সারাদেশের প্রায় সব অঞ্চলে পরার সম্ভাবনা রয়েছে । সাধারণত ঝড় আসার আগেই ঝড়ের নাম নির্ধারণ করা থাকে । মুন্সিগঞ্জের সিরাজদিখানের সকল শ্রেণি পেশার মানুষের মুখে মুখে " মোখা " ক'দিন যাবৎ একটি আলোচিত নাম । ঘূর্ণিঝড় আসলে মানুষ ঘরবাড়ি, গাছপালা, গবাদিপশু ও ফসলি জমি সহ বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত থাকে ।
সিরাজদিখান উপজেলার বিভিন্ন এলাকার চাষীগণ এই সময় ভুট্টা, ধান সহ বিভিন্ন গ্রীষ্মকালীন ফসল আবাদ করেছেন । কোলা গ্রামের কৃষক মতি মৃধার কাছে ঘূর্ণিঝড় " মোখা " সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ধারদেনা করে জমিতে চিচিঙ্গা,করলা, ডাটা ও বরবটি সহ আরো কিছু ফসল চাষ করেছি । এগুলো কিছুদিন পর বিক্রির উপযোগী হবে । এখন ঝড় তুফান আসলে মাচা ভেঙে যাবে, জমিতে পানিও জমতে পারে, ফসল মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে । বেশ দুঃশ্চিন্তায় আছি, জানিনা কি হয় । ফসল নষ্ট হলে পথে বসতে হবে । ঘূর্ণিঝড় সম্পর্কে ইজিবাইক চালক লুৎফর বলেন, ঘুর্নিঝড় হলে বিদ্যুৎ কতদিন থাকবেনা তা নিয়ে চিন্তায় থাকি । গাড়ি চার্জ দিতে না পারলে ইনকাম বন্ধ, পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে । গ্যারেজ ভাড়া আর মালিকের টাকা দিবো কোথা থেকে !
এদিকে ঘূর্ণিঝড় হলে ভয়াবহ বাতাসে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়া, সংযোগকারী তার বিচ্ছিন্ন হওয়া সহ মানুষ ও পশুপাখির জীবননাশের ঝুঁকি থাকে প্রায় শতভাগ । দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় "মোখা " নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে আছে । এজন্য উপকূলীয় এলাকায় কোষ্টগার্ড সহ বিভিন্ন বিশেষায়িত টিমকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে । ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি এবং সতর্কতামূলক পদক্ষেপ নেওয়াসহ ১০ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
৩৫ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬৭ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
৮২ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে
৮৩ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে
৮৬ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৮৭ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
১০৯ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১০৯ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে