"সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন" এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ ২৩ জুলাই ২০২৩ খ্রিঃ উপজেলা প্রশাসন সিরাজদিখান, মুন্সীগঞ্জে'র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ । এ উপলক্ষ্যে সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে পাবলিক সার্ভিস প্রদানকারী কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ'র সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয় ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০:৩০ ঘটিকায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে উক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা'র সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের সঞ্চালনায় পাবলিক সার্ভিস দিবস সম্পর্কিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান । তিনি চার্ট অব ডিউটি এবং সেন্স অব ডিউটি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনার সূচনা করেন ।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আঞ্জুমান আরা তার বক্তব্যে জনগণের সেবায় পাবলিক সার্ভিসে নিয়োজিত কর্মকর্তাদের দায়িত্ব কর্তব্য, গ্রামীন গণস্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকের অবদান ও স্বাস্থ্য সেবায় নতুন উদ্ভাবন সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন । তিনি তার বক্তব্যে ডেঙ্গু জ্বর প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণ ও পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ প্রদান করেন ।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্র প্রজেক্টরের মাধ্যমে উপজেলা কৃষি কর্মকর্তাদের ইউনিয়ন ভিত্তিক সেবা সমূহ, কৃষি বিষয়ক বিভিন্ন এপ্লিকেশন, কৃষি সম্প্রসারণে সিরাজদিখান উপজেলার সার্বিক কৃষি ব্যাবস্থার সাফল্য ও উন্নয়ন মূলক তথ্য চিত্র তুলে ধরেন ।
সমাপনী বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা পাবলিক সার্ভিস ও সেবার ক্ষেত্রসমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন । পাবলিক সার্ভিসে নিয়োজিত সকল কর্মকর্তাদের সুশাসন প্রতিষ্ঠা এবং নিষ্ঠা ও কর্তব্যপরায়নতা সহিত সেবা প্রদানের পরামর্শ প্রদান করেন । তিনি বর্তমান সরকারের জনসেবা ও উন্নয়নমূলক সকল কর্মকান্ডের ধারা অব্যাহত রাখার প্রত্যশা ব্যাক্ত করেন । পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের আরও কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।
৩৫ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬৭ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
৮২ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে
৮৩ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে
৮৬ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৮৭ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
১০৯ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে
১০৯ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে