আজ শনিবার (২১ অক্টোবর) মুন্সীগঞ্জের সিরাজদিখানে দক্ষিণ কোলা এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয় । ফিলিস্তিনের গাজা সহ বিভিন্ন এলাকায় বেসামরিক মুসলিম জনগণের উপর দখলদার ইহুদীবাদী ইসরাইলের নির্বিচারে বোমা হামলার প্রতিবাদস্বরূপ এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এর আগে বাদ আসর হতেই মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসী সহ বিভিন্ন স্থান হতে আগত মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান জড়ো হতে দেখা যায় । পরে সিরাজদিখান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ'র সভাপতি আরিফ হোসেন সুমনের নেতৃত্বে ও দক্ষিণ কোলা জামে মসজিদ'র ইমাম মাওলানা মুফতি নেছারউদ্দিন সালেহী'র জোড়ালো স্লোগানে সাড়া দিয়ে ধর্মপ্রাণ মুসলিম জনতা মসজিদ প্রাঙ্গণ হতে পোস্ট অফিস স্ট্যান্ড হয়ে ছাতিয়ানতলী স্ট্যান্ড প্রদক্ষিণ করেন এবং ছাতিয়ানতলী হয়ে পুনরায় পোস্ট অফিস স্ট্যান্ডে এসে জড়ো হযন । ধর্মপ্রাণ মুসলমানগণের ইসরাইল বিরোধী বিভিন্ন স্লোগানে চারপাশ মুখর হয়ে উঠে ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন দক্ষিণ কোলা জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি নেছার উদ্দিন সালেহী, তিনি ইহুদীবাদী ইসরাইলের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন । সেই সাথে ঘর বাড়ি ও স্বজন হারানো ফিলিস্তিনিদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং বাংলাদেশে বিক্রি হওয়া বিভিন্ন ইসরাইলি পণ্য কেনা হতে বাঙ্গালীদের অনুৎসাহিত হয়ে দেশি পণ্যদ্রব্য কেনার পরামর্শ দেন ।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ'র সভাপতি আরিফ হোসেন সুমন জানান, আমরা সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা ফিলিস্তিনিদের পাশে আছি, নিরিহ ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন পূর্বের ন্যায় অব্যাহত থাকবে । তিনি ইসরাইলি দখলদারি বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত গ্রহণের জন্য এবং গত শুক্রবার নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয় গুলোতে প্রার্থনা আয়োজন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিশেষ অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।
মানববন্ধনের শেষ দিকে ফিলিস্তিনি শহীদ ও আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করেন সিংপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ফেরদৌস খান সালেহি ।
৩৫ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬৭ দিন ৫ ঘন্টা ২০ মিনিট আগে
৮২ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৮৩ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে
৮৬ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে
৮৭ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে
১০৯ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
১০৯ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে