মুন্সিগঞ্জের সিরাজদিখানে ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন রামদয়াল খেলার মাঠে ১৬ ডিসেম্বর ২০২৩ বাংলাদেশের ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে "বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ" অনুষ্ঠিত হয়েছে ।
ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে উক্ত ক্রিকেট ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে অত্র বিদ্যালয়ের ২০০৩ সালের শিক্ষার্থী বনাম আল ইহসান বন্ধমহল । নির্ধারিত ৪০ ওভারের ম্যাচে টসে জিতে ৩৪ ওভার ব্যাটিং করে সব ওইকেট হারিয়ে ২৩৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ২০০৩ সালের প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ । বিপরীতে উক্ত রান তাড়া করতে নেমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচের জয় তুলে নেয় আল ইহসান বন্ধমহল । দুই দলের ক্রিয়া নৈপুণ্যে দর্শকদের মধ্যে ছিল টানটান উত্তেজনা । উক্ত খেলায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ ক্রিড়াপ্রেমী নানাবয়সী অসংখ্য সাধারণ মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন । খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি তুলে দেয়া হয় এবং সকল খেলোয়াড়দের বিশেষ মেডেল ও ক্রেস্ট প্রদান করা হয় ।
খেলার শুরুতেই বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা । স্বাধীন বাংলাদেশের তরুন প্রজন্মকে মাদকের করাল গ্রাস হতে রক্ষা এবং শরীর ও মনকে অন্যান্য অপরাধ মূলক কর্মকান্ড হতে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই ।
আয়োজকদের প্রত্যাশা, খেলাধুলার মাধ্যমে যেমন একদিকে ছোট বড় সকলের মাঝে সামাজিক সম্প্রীতির এক মেল বন্ধন রচিত হবে অন্যদিকে আগামী প্রজন্মের মধ্যে জন্ম নেবে খেলাধুলার প্রতি আগ্রহ ও স্বাস্থ্য সচেতনতা ।
৩৫ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৬৭ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে
৮২ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮৩ দিন ১০ ঘন্টা ১৫ মিনিট আগে
৮৬ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে
৮৭ দিন ৪ ঘন্টা ১৭ মিনিট আগে
১০৯ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
১০৯ দিন ১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে