শেরপুর জেলার ঐতিহ্যবাহী শ্রীবরদি থানার স্বনামধন্য শ্রীবরদি সরকারি কলেজ থেকে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো ঈদ পরবর্তী মিলনমেলা ও নবীনদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (২ জুলাই) শ্রীবরদি সরকারি কলেজের হলরুমে এই আয়োজনটি পরিচালনা করে শ্রীবরদি পাবলিকিয়ান পরিবার।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদি সরকারি কলেজের অধ্যক্ষ আলিফ উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক রিফাত হোসাইন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাষক হামিদুর রহমান ।
অনুষ্ঠানে প্রিন্সিপাল আলিফ উল্লাহ বলেন, শ্রীবরদি সরকারি কলেজের গর্বের অংশ এই পাবলিকিয়ানরা। তোমরা সকলে দেশের স্বনামধন্য ও বাংলাদেশ উচ্চ বিদ্যাপিঠে পড়াশুনা করে দেশের কল্যাণে কাজ করবে। আমাদের প্রবীণ শিক্ষার্থীদের এই মিলনমেলা দেখে সত্যিই আমি আনন্দিত।
উল্লেখ্য, শিক্ষক,সিনিয়র শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্যের পর দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সদ্য চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের বরণ করে নিয়ে সাংস্কৃতিক মূহুর্তের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
৪৭৫ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪৭৮ দিন ১৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৪৮৬ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৮৬ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬১৭ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬২১ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
৬২৪ দিন ১৮ ঘন্টা ২২ মিনিট আগে
৬২৭ দিন ১৬ ঘন্টা ২৬ মিনিট আগে