শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে গণপিটুনি তে সুলতান উদ্দিন নামে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন দাবী করে বলেন রমিজ উদ্দিন এর বাড়িতে ডাকাতি করতে গেলে এলাকার লোকজন তাকে ধরে ফেলে,পরে গণপিটুনি তে সুলতান উদ্দিন এর মৃত্যু হয়। রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুলতান উদ্দিন পাশ্ববর্তী কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামের হাসু মিয়ার ছেলে। তিনি রাজাবাড়ি এলাকায় শশুর বাড়িতে থাকতেন বলে জানা যায়।
স্থানীয় লোকজনের থেকে কথা বলে জানা যায়, রমিজ উদ্দিন এর বাড়িতে ডাকাতি করতে গেলে বাসার লোকজনের চিৎকারের শব্দ শুনে আশে পাশের বাসার সবাই ছুটে আসেন। এবং ডাকাত দলের সঙ্গে সংঘর্ষ হয়, সংঘর্ষের এক পর্যায়ে অন্য সবাই পালিয়ে চলে যায়, তবে সুলতান উদ্দিন কে ধরে ফেলেন এবং এলাকার লোকজন তাকে গণধোলাই দিলে একপর্যায়ে মৃত্যু বরণ করেন।
স্থানীয় লোকজন আরো বলেন সংঘর্ষ চলাকালীন এলাকার একাধিক লোককে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন ডাকাত চক্র। পরে তাদের কে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
পরে বৃহস্পতিবার ৪ এপ্রিল দুপুরের দিকে মরদেহ উদ্ধার করেন শ্রীপুর মডেল থানা পুলিশ।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাংবাদিকদের বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত চুরির সন্দেহে গনপিটুনিতে মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পরে সঠিক টা বলা যাবে। এবং পরবর্তীতে বিষয় টা ক্ষতিয়ে দেখবেন বলে জানান।
২ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে
১১ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে
৪৭ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে
২০৫ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে
২০৫ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে
২২৭ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৩৬ দিন ১৫ ঘন্টা ১২ মিনিট আগে