গাজীপুর মহানগরের কোনাবাড়ির কুদ্দুস নগর এলাকায় চাঞ্চল্যেকর স্ত্রীকে হত্যার প্রধান আসামি ঘাতক স্বামী নুরুল হক(৫৩)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১)।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ঢাকার মিরপুরের পল্লবীর ১২ ডি-ব্লক হতে তাকে গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের স্পেশালাইজড কোম্পানি
পোড়াবাড়ি ক্যাম্প র্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম।
গ্রেফতার নুরুল হক মানিকগঞ্জের সদর এলাকার মৃত শামসুল হক ছেলে এবং গাজীপুরের কোনাবাড়ি এলাকার লাবিব ভিলা কামাল সাহেবের বাড়ির ভাড়াটিয়া।
কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম বলেন,গাজীপুর কোনাবাড়ির কুদ্দুস নগরের লাবিব ভিলার(কামাল সাহেবের ভাড়াটিয়া) ৭ম তলা বিশিষ্ট বিল্ডিং এর ৭ম তলার পশ্চিম পার্শ্বের ফ্লাটের ভাড়া বাসায় দীর্ঘ চার বছর ধরে বসবাস করেন। ঘটনার দিন ৪ঠা মে রাত অনুমান দেড়টায় সময় আসামি নুরুল হকের সাথে তার স্ত্রী আছমা আক্তার(৩৬)এর পরকীয়া প্রেম এর সন্দেহে তাদের মধ্যে ঝগড়া হয় এবং
আছমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে আসামি বাড়ির ম্যানেজার জহির
উদ্দিনকে ফোন করে আছমা আক্তারের অসুস্থতার কথা বলে বাসায় যেতে বলে।জহির বাসায় এসে দেখে রুমের দরজায় বাহির থেকে বন্ধ দেখে আছমার নাম ধরে ডাকাডাকি করলে
ভিতর থেকে তাদের ছেলে নাহিদ মিয়া(৮) এর কান্নার শব্দ শুনতে পেয়ে রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে।
রুমের ভিতরে বিছানায় শোয়া এবং গলায় আঘাতের চিহ্নসহ আছমার লাশ দেখতে পায় এবং পুলিশকে সংবাদ দেয়। পুলিশ
ভিকটিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
র্যার বলেন,পরে ভিকটিমের পিতা স্বামী নুরুল হককে অভিযুক্ত করে
কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যার আরও বলেন,এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই হত্যাকান্ডের প্রকৃত ঘটনা উম্মোচনের জন্য র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
ফলে আভিযানিক দল বিভিন্ন তথ্য উপাত্ত
বিশ্লেষন করে ঢাকার পল্লবী মিরপুর-১২ ডি-ব্লক হতে নুরুল হককে গ্রেফতার করা হয়।এসময় তার নিকট হতে একটি মোবাইল ফোন ও
নগদ এক শত ৪০ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নুরুল হক তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় বলে স্বীকার করে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
২ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে
১১ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৭ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে
২০৫ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
২০৫ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে
২২৭ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে
২৩৬ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে