গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল ধাক্কায় ড্রাম ট্রাকের চাপায় নয়ন মিয়া(১৭)নামের কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা দশটার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন মিয়া সুনামগঞ্জের সদরের বৈশারপার গ্রামের মো কামাল খান এর ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়,সকালে ড্রাম ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল।এ সময় একটি মোটরসাইকেল পাশ দিয়ে যাচ্ছি ছিল হঠাৎ নয়ন মিয়া রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে ড্রাম ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৫-৬৯৮৬)
নিচে চলে যায়।এতে ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে পথচারী নয়ন মারা যায়। খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
মাওনা হাইওয়ে থানার এসআই আনিসুর রহমান জানান, নিহত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ড্রাম ট্রাক জব্দ করা হলেও চালকে আটক করা সম্ভব হয়নি। পরিবার খবর দেওয়ার হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে
১১ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৭ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে
২০৫ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
২০৫ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে
২২৭ দিন ২০ ঘন্টা ৫১ মিনিট আগে
২৩৬ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে