গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এড্যা.আজমত উল্লা খান এর পক্ষে প্রচার প্রচারণায় নেমেছেন সাবেক শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো আব্দুল জলিল।
বৃহস্পতিবার (১১ই মে) বিকেলে সিটির ১৯নং ওয়ার্ডের সালনা বাজার থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে তার কর্মী সমর্থকদের নিয়ে নৌকার প্রচারণা চালান তিনি।
এসময় নৌকার পক্ষে তিনি দোকানে দোকানে গিয়ে ভোট প্রার্থনাসহ পোস্টার বিলি করেন। এসময় তিনি বলেন, উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। আগামী ২৫ মে নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন -শ্রীপুর পৌর মেয়র আনিসুল রহমান আনিস,গাজীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম মাদবর,তেলিহাটি ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সাত্তার আবুল,জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মো ছালাম মোল্লা,সাবেক জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন,উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সোলায়মান হক প্রমুখ।
২ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে
১১ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে
৪৭ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে
২০৫ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে
২০৫ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে
২২৭ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৩৬ দিন ১৫ ঘন্টা ১২ মিনিট আগে