গাজীপুরের শ্রীপুর উপজেলার ৫ নং কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামে যৌতুকের দাবিতে এক নববধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার ১৫ ই মে রাত আটটার সময় এ ঘটনা ঘটে।
পাঁচ লাখ টাকা দাবিতে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে গৃহবন্দি করে নির্যাতন চালান দিনের পর দিন বিয়ের ১৮ দিনের মাথায় ১২দিন নির্যাতনের শিকার হয়েছেন নববধূ।
ভুক্তভোগী নববধূর পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসের ২৭ তারিখে নান্দিয়া সাঙ্গুনা এলাকার মৃত রইসুদ্দিন খানের ছেলে ফরহাদ খান (৩০) সঙ্গে উপজেলার নান্দিয়া সাঙ্গুল গ্রামের খোরশেদ খানের মেয়ের বিয়ে হয়।
এরপর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে মোটরসাইকেল টাকা আনার জন্য চাপ দিচ্ছিলেন। ওই গৃহবধূ বাবার কাছ থেকে মোটরসাইকেল কিনার কথা বলে ২ লাখ টাকা এনে তার স্বামী ফরহাদের হাতে দেয়ার পর আরো ৫ লাখ টাকা এনে দেয়ার জন্য নির্যাতন শুরু করেন। এভাবেই প্রায় বিয়ের ১৮ দিনের মধ্যে ১২ দিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।
সবশেষ পাঁচ লাখ টাকা দাবি করে ফরহাদ ও তার পরিবারের সদস্যরা।
এতে আপত্তি জানালে ওই নববধূর ওপর সবাই মিলে শারীরিক নির্যাতন করে ১৩ ই মে গৃহবধুর বাবার বাড়ি রেখে যান ফরহাদ খান। পরে১৫ই মে সোমবার রাত আটটার দিকে ফরহাদ খানের মা শেফালী আক্তার আরো ৩-৪ জন মহিলা নিয়ে নববধূ কে তার বাবার বাড়িতে এলোপাথারি ভাবে যৌতুকের টাকার জন্য মারপিট করে এক পর্যায়ে নববধূর গলায় থাকা একটি স্বর্ণের চেইন নিয়ে বাড়ি ঘরের আসবাবপত্র ভেঙ্গে চুরে ঘটনাস্থল ত্যাগ করেন ফরহাদের মা শেফালী আক্তার।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ ও একটি জিডি করা হয়েছে।
২ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে
১১ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৪৭ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
২০৫ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে
২০৫ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে
২২৭ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৩৬ দিন ১৫ ঘন্টা ১০ মিনিট আগে